
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা এবং উন্নয়ন সহযোগী সংস্থা নবলোকের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে সোমবার(২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, প্রকল্প ব্যবস্থাপক বি.এম নাহিদ হাসান, প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, প্রজেক্ট অফিসার (ইঞ্জিনিয়ার) সাজ্জাদ সরকার, প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাস ও কমিউনিটি মবিলাইজার নুরজাহান পারভিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত সরল দীঘির পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দীঘির চারপাশের ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পৌরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply