
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের চারটি আসনে ২৩ জন প্রার্থীর আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ এইচ সেলিম নিয়েছেন ঘোড়া প্রতিক। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিক বরাদ্দ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে প্রতিক বরাদ্দের সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম ঘোড়া প্রতিক পেয়েছেন। বাগেরহাট-২ ও ৩ আসনেও এমএ এইচ সেলিম ঘোড়া প্রতিক নিয়েছেন।
এছাড়া বিএনপির প্রার্থী কোপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হক, মোঃ মাসুদ রানাকে মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এ্যাড. আতিয়ার রহমানের মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের এ্য্যড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মোঃ হাবিবুর রহমান মাস্টারের মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতিক। এছাড়া এই আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মোঃ আঃ লতিফ খান, জাতীয় পার্টি-জেপি‘র সাজন কুমার মিস্ত্রির মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিক বরাদ্দ পেয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মনোনয়ন পতক্র প্রত্যাহার শেষে বাগেরহাটে ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। আমরা নির্ধারিত দিন আজকে এসব প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেছি। আশাকরি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন হবে।
Leave a Reply