
ক্রীড়া প্রতিবেদক:: নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার সংবাদমাধ্যমের ওপর খড়্গহস্ত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আসন্ন এই টুর্নামেন্ট কাভার করার জন্য আবেদন করা সকল বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। অর্থাৎ, এবারের বিশ্বকাপে সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক যাওয়ার সুযোগ পাচ্ছেন না।
আবেদন বাতিলের প্রেক্ষাপট পূর্বতন সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বকাপের পুরো আসর কাভার করার জন্য আইসিসি নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন।
বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আইসিসির এই নজিরবিহীন সিদ্ধান্তে সেই সুযোগ রুদ্ধ হয়ে গেল।
দীর্ঘ ঐতিহ্যে ছেদ উল্লেখ্য, ১৯৯৯ সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সময় থেকেই প্রতিটি আসরে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশি সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগে যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলেনি, তখনও এ দেশের সাংবাদিকরা বৈশ্বিক এই আসর কাভার করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের প্রবল আগ্রহের কারণেই প্রতিটি গণমাধ্যম হাউজ বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদকর্মী প্রেরণ করে থাকে।
একতরফা সিদ্ধান্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দেওয়ার পর সাংবাদিকদের প্রবেশাধিকার কেড়ে নেওয়া আইসিসির এক ধরণের প্রতিহিংসামূলক আচরণ। স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করার পর বাংলাদেশি গণমাধ্যমকে বাইরে রাখার এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর ফলে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ আসর বাংলাদেশি সংবাদকর্মীদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Leave a Reply