
খুলনা:: আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর দীর্ঘ সময় ধরে যে চরম অবিচার ও জুলুম করা হয়েছিল, দেশের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তার দাঁতভাঙ্গা জবাব দেবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
নির্বাচনী প্রচারণাকালে পথসভায় বকুল উল্লেখ করেন, দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য যেসব ষড়যন্ত্র করা হয়েছে। তা এখন জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ রাখা হয়েছিল শুধুমাত্র তার আপসহীন নেতৃত্বের কারণে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ত্যাগ ও সংগ্রাম প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য অনুপ্রেরণা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ১ নং ওয়ার্ডে এলাকাবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
বকুল আরো বলেন, গত ১৭ বছর শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে দুঃশাসন কায়েম করেছিল, তার সমাপ্তি ঘটবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তিনি উপস্থিত নেতা কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ব্যালটই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যা দিয়ে স্বৈরাচারী শক্তির অবসান ঘটানো সম্ভব।
বকুল আরও বলেন, খুলনাসহ সারা দেশের মানুষ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করতে হলে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যালট বিপ্লব ঘটবে এবং সেই বিপ্লবের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার প্রতি হওয়া সকল অন্যায়ের বিচার নিশ্চিত হবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ কবির হোসেন টিটু, ওয়ার্ড বিএনপির নেতা সৈয়দ হুমায়ুন কবীর, কাজী নেহিবুল হাসান নেইম, মাসুদ মাসুদ কবীর প্রমুখ।
দৌলতপুর থানার ১ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিল ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply