1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ বিশ্ববাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড ভারতীয় কূটনীতিকদের স্বজনদের ঢাকা ত্যাগ, নিরাপত্তা শঙ্কা নেই বলছে সরকার ড. ইউনূসের ভাষ্যে ‘ইন্টারনেট ও পতনের’ নেপথ্যের কথা বেগম জিয়ার প্রতি অন্যায়ের বিচার হবে ভোট বিপ্লবের মাধ্যমে-রকিবুল ইসলাম বকুল সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির পাইকগাছার সাবেক ছাত্রনেতা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী জব্দ

ভারতীয় কূটনীতিকদের স্বজনদের ঢাকা ত্যাগ, নিরাপত্তা শঙ্কা নেই বলছে সরকার

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশে নিযুক্ত ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের হঠাৎ করে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশ সরকার স্পষ্ট করে জানিয়েছে, এ দেশে ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা উদ্বেগের কারণ নেই। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার পেছনে আদতে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা শঙ্কা কাজ করছে কি না, সে বিষয়ে নয়াদিল্লি থেকে ঢাকাকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো শঙ্কা নেই। কিন্তু তারা যে কী সংকেত দিতে চাইছেন, তা আমরা একেবারেই বুঝতে পারছি না। এটি তাদের নিজস্ব অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয়। তারা তাদের কর্মচারী বা তাদের স্বজনদের ফিরে যেতে বলতেই পারেন। কিন্তু কেন বলেছেন, তার যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না।

পররাষ্ট্র উপদেষ্টা আরও যোগ করেন, বাংলাদেশে বর্তমানে এমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না যে, বিদেশি মিশনের কর্মকর্তা বা তাদের পরিবার-পরিজন বিপদে আছেন বলে মনে হতে পারে। এখন পর্যন্ত এ রকম কোনো অঘটন ঘটেনি। হতে পারে তাদের মনে কোনো আশঙ্কা কাজ করছে অথবা তারা কোনো বিশেষ বার্তা দিতে চান। তবে বাস্তব পরিস্থিতির নিরিখে এর কোনো কারণ দেখা যায় না। তারা যদি নিজ উদ্যোগে পরিবার ফেরত নিতে চান, সেখানে সরকারের কিছু করার নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা দৃঢ়তার সাথে জানান, নির্বাচনের প্রস্তুতি চললেও সার্বিক নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।

তিনি বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনের সময়ের তুলনায় এবার সংঘাত বা সংঘর্ষ বেশি হচ্ছে বলে মনে হয় না। পরিস্থিতির এমন কোনো অবনতি হয়নি যে তার জন্য এই ধরনের পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন যে, ঢাকা স্থিত ভারতীয় দূতাবাসও এখন পর্যন্ত নিরাপত্তা বিষয়ে আগাম কোনো উদ্বেগের কথা সরকারকে জানায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, কোনো দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়াকে সাধ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট