
নিজস্ব প্রতিবেদক:: শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন চাকরি প্রত্যাশী তরুণীরা।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস মাঠে এসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ মেলায় শিক্ষিত বেকার তরুণীদের ব্যাপক উপস্থিতিতে সরগরম ছিল ক্যাম্পাস।
সকালে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্বে বেলুন উড়িয়ে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো: মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
উদ্বোধন শেষে অতিথিরা চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা মেলার সার্বিক আয়োজন ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামকো গ্রুপের সিনিয়র ম্যানেজার এস এম তোফায়েল হোসেন, সেভেন রিংস সিমেন্ট লিমিটেড এর এজিএম মোঃ আব্দুল করিম, বসুন্ধরা গ্রুপ খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন ।
এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চাকরি মেলায় মোট ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করেন।
চাকরি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, স্থানীয় পর্যায়ে এমন চাকরি মেলার আয়োজন তাদের জন্য অত্যন্ত কার্যকর। এতে নিজ জেলা থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগ সম্পর্কে জানা সম্ভব হচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply