দাকোপ প্রতিনিধি:: দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ সুলতানা মল্লিক। প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানার তদন্ত ওসি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেব কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মাধমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ মিহির কুমার মন্ডল, সুৃদেব রায়, মানস কুমার রায়, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা মোহিত রায়, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার আজিজুল হক, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালীসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply