বটিয়াঘাটা প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত বটিয়াঘাটা উপজেলার উদ্যোগে ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম ( প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি, কেককাটা,দোয় মাহফিল ও আলোচনা সভা রবিবার বিকাল ৪ টায় স্থানীয় নাহড়ীতলা বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় সংসদ সদস্যের কার্যালয় সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সকলকে মুজিবীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন । বটিয়াঘাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পংকোজ কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও এমপি জামাতা ও আ’লীগ নেতা অনুপম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বরেণ্য অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু । অন্যান্যের উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা মোহাম্মদ আলী মীর, চয়ন বিশ্বাস,জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা বাবু, সুরখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার,গঙ্গারামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তুলসী বিশ্বাস, আ’লীগ নেতা যথাক্রমে ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাসান, জলমা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার হোসেন লাবলু ইউপি সদস্য যথাক্রমে পার্থ রায় মিঠু, অশোক মন্ডল, প্রসেনজিৎ, মো আশিক সরদার, রত্না অধিকারী, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম শিউলি, উপজেলা মহিলা আওয়ামী নেত্রী আফরোজা বেগম সুইটি, যুবলীগ নেতা পলাশ রায়, মোঃ জিয়া শেখ, প্রণব মন্ডল, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, নিতিশ মল্লিক, প্রদীপ টিকাদার, দিলীপ রায় সহ বিভিন্ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে এবং অনুষ্ঠান শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করে ।
Leave a Reply