দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধানের উপশী জাতের চষাবাদে প্রণোদনা কর্মসূচি ও সাম্প্রতিক ঘূনিঝড় রেমাল-প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পুণর্বাসন কর্মসূচির আওতায় খরিপ২/২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনা মূল্যে আমন ধানের(উপশীজাত) বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ ডিএই কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ১ আসনের সংসদ(দাকোপ-বটিয়াঘাটা) সদস্য ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, দাকোপ থানা অফিসার ইনচার্জ আব্দুল হক, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়াম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, ফাতেমা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, আওয়ামীলীগ নেতা অসিত বরন সাহা, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস। সভায় স্বাগত বক্তৃতাদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, তিনি জানান, উপজেলার চার হাজার দুইশত কৃষককে পাঁচ কেজি ধানবীজ, ২০ কেজি করে সার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রীনা আক্তার, সার বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী গনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি গন উপস্থিত ছিলেন।
Leave a Reply