বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া বদনাখালী এলাকায় নিজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ম শ্রেণীর ছাত্র অমৃত মন্ডল(১৪)এর করুন মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অনিল মন্ডলের পুত্র। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া বদনাখালী গ্রামের অনিল মন্ডলের পুত্র অমৃত মন্ডল বেশকিছুদিন আগে বাড়ির নারিকেল গাছে উঠতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যেয়ে তার একটি পা ভেঙ্গে যায়।চিকিৎসা নিয়ে বাড়িতে আসে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সে নিজঘরে বিদ্যুৎতের তার নিয়ে টেবিলে বসে খেলনার জিনিস তৈরি করছিলো। সে ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বিষয়টি তার মা আঁচ করতে পেরে চিৎকার করলে বাড়ির অন্যান্য সদস্যরা এসে অমৃতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুঁটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাতার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, ইউপি সদস্য অশোক মন্ডল প্রমূখ।
Leave a Reply