1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন অনুষ্ঠিত ট্রাম্প বললেন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি ‘অসাধারণ‍‍’ , নতুন বাণিজ্য অধ্যায়ের ইঙ্গিত প্রিজাইডিং অফিসার এখন ভোট স্থগিতের ক্ষমতা রাখবেন-ইসি আনোয়ারুল ইসলাম উন্মুক্ত হলেও সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ : পর্যটকহীনতা ও শর্তই মূল বাধা ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি চিতলমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন দাকোপে চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে সমবায় দিবস পালিত খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত দাকোপে পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি খুলনা আঞ্চলিক শাখার পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম:: কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।অবরোধের এক পর্যায়ে আজ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হয়।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সবাই একযোগে বের হয়। বিকেল ৪টার দিকে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়ক দখল করে রেখেছে।

অবরোধ চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত শিক্ষর্থীরা। এসময় চার পুলিশ সদস্যকে বেদম মারধর করা হয়। মারধরের শিকার হয়ে পুলিশ সদস্যরা মহাসড়ক ছেড়ে টমছমব্রিজ সড়কে অবস্থান নেয়। শেষ পর্যন্ত মহাসড়কে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে মঙ্গলবার অন্য দিনের মতো মহাসড়কে গাড়ির উপস্থিতি চোখে পড়েনি। বিশেষ করে যাত্রীবাহী বাস ছিল হাতেগোনা। মহাসড়ক অবরোধের পর সব যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট