বটিয়াঘাটা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি ও তার দোসরদের বিচারের দাবিতে দিনব্যাপি এক অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজাজুর রহমান শামীম’র সভাপতিত্বে স্থানীয় বাজার মার্কেট ভবনে অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফারুক হোসেন খন্দকার’র সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী । বিশেষ অতিথি ছিলেন কে এম আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, হায়াত আলী, সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান কারিমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, আশিকুজ্জামান আশিক, আঃ সাত্তার আকন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাশেদ কামাল, মোল্লা ইমরান আহমেদ, বাহাদুর মুন্সী, পলাশ মহলদার, নূর আলম ভূঁইয়া, বোরহান আক্তার, আমিনুল ইসলাম, মোঃ সামসুল হক প্রমুখ ।
Leave a Reply