1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
৩০ আসনে প্রার্থী চূড়ান্ত করল এনসিপি আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি-তারেক রহমান নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত-প্রধান উপদেষ্টা খুলনা-৬ আসনে জাপার মনোনয়ন জমা দিলেন মোস্তফা কামাল জাহাঙ্গীর বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়নপত্র দাখিল এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা শেষ মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চতুর্থ দিনের অবরোধ সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আজ

এমপি আনার হত্যা: ১২০০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে সিআইডি

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: কলকাতায় বাংলাদেশের ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট জমা দিয়েছে দেশটির সিআইডি।

শনিবার বারাসাত আদালতে প্রায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয় বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— সিআইডি সূত্রের খবর, চার্জশিটে ‘কসাই’ জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে চার্জশিটে কিছু বলা হয়নি।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ২২ মে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। হত্যার পর তার লাশ কেটে কুচি কুচি করা হয় বলে জানা যায়। তবে এই দেহাংশের পুরোটা এখনও উদ্ধার করা যায়নি।

তার মাথার খুলি ও হাড়ের খোঁজে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কাছে বাগজোলা খালে তল্লাশিও চালানো হয় জুনে। তদন্তকারীদের অনুমান ছিল, আনারের মরদেহের কিছু টুকরো বাগজোলা খালে ফেলা হতে পারে।

এদিকে আনোয়ারুল আজীম কলকাতায় সর্বশেষ যে ফ্ল্যাটে ছিলেন অর্থাৎ সঞ্জিভা গার্ডেনসে, বাংলাদেশের সাবেক গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের অনুরোধে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাঙ্ক এবং বর্জ্য যাওয়ার পাইপ-লাইন থেকে মাংসের টুকরো, মাথার চুল উদ্ধার করেছিল ভারতের সিআইডি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট