পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছার চাঁদখালীতে দোয়া অনুষ্ঠান ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাদখালী ইউনিয়ন বিএনপির একাংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান এবং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জুয়েল ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবুর রহমান গাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হবিবুর রহমান গাজীর সভাপতিত্বে ও ইউনুস মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান জুয়েল, সবুজ সরদার, হাফেজ আব্দুর রহিম, আব্দুল মজিদ, গাজী মোহাম্মদ আলী, নাজমুল হোসেন, মুজিবুর রহমান, মোসাল গাজী, সবুজ গাইন, তৈয়েবুর গাইন, ফারুক হোসেন, নজরুল সরদার, আব্দুর রাজ্জাক, নাজমুল গাজী, ফারুক গাজী, নুরমোহাম্মাদ, মুরাদ বাবু, সাঈদ মোল্লা, মহরম গুরু, সিরাজুল ইসলাম, সুজন গাজী, আব্দুর রহিম, আসলাম, বিল্লাল, জিল্লুর, বাদশা, হারুন, আল আমিন, আকবর।
Leave a Reply