বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম। ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা পরিচালনা পর্ষদ এবং অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এস কে বদরুলকে সভাপতি ঘোষণা করা হয়।
দীর্ঘ ১০ বছর যাবত যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা একই কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে আর সে কারণে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হাওয়া অভিভাবক ও সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২৯ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে এসকে বদরুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মুরাদ আলি, সম্পাদক মুফতি রুহুল আমিন, দাতা শেখ আব্দুল গফফার এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন খান আনিসুজ্জামান বাবু।
এই কমিটি যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করবে বলে উপস্থিত সকলে আশা করেন।
Leave a Reply