1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট’র কমিটি গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
oppo_0

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের উদ্যোগে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি)গঠনের লক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের হল রুমে আয়োজিত পিএফজি সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রকল্পের লক্ষ্যে ও উদ্দেশ্যে সম্পর্কে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস,এম রাজু জবের। সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন ছিলেন অধ্যাপক আব্দুল হালিম ঢালী,বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্চু,শেখ শাহিনুর রহমান,তপন সাহা প্রমূখ। সভায় শেখ ফরহাদ হোসেন কে আহ্বায়ক এবং অধ্যাপক আব্দুল হালিম ঢালী কে যুগ্ম আহ্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ঠ্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর আগে কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়াইপিএজি গ্রুপের কমিটি গঠন করা হয়।এতে ছাত্র নেতা ইমরান খানকে আহ্বায়ক এবং আসমা খাতুন ও আবদুল্লা আল মামুন কে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট