1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

দাকোপে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: দাকোপে প্র্যাকটিক্যাল এ্যাকশান ও উত্তরণ এর আয়োজনে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশান ও জেড জুরিখ ফাউন্ডেশন এর সহযোগীতায় সোমবার সকাল ১০ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ হলরুমে চালনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। সভায় স্বাগত বক্তৃতা করেন প্র্যাকটিক্যাল এ্যাকশান এর ফির্ল্ড অপারেশন ম্যানেজার এম শফিকুল ইমলাম। সাফাত আল মামুনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন চালনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রতন মন্ডল, প্যানেল চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন (ইলু) ইউপি সচিব গোবিন্দ রায়, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আরিফুল রহমান, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালীসহ খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিব বৃন্দ,  জনপ্রতিনিধি বৃন্দ, ইমাম পরিষদ এর প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, অত্র উপজেলার জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধির মাধ্যামে দুর্যোগঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা ও কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য ক্ষতির পরিমান কমানো, বন্যা ও তাপদাহের কারণে জীবন ও জীবিকার ক্ষতির সম্মুখীন হওয়া জনগোষ্ঠীর ক্ষতিপূরণ বা বীমার মাধ্যমে দ্রুত পূর্বের চেয়ে ভালো অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম করে তুলা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট