সুবীর ভৌমিক :: মেরিটাইম ব্লু-ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করে ব্লু ইকনোমিসহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ অঞ্চল খুলনার রিয়ার এডমিরাল গোলাম সাদেক।
রবিবার সকালে খুলনার বানৌজা তিতুমীর নৌঘাটিতে আয়োজিত নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সেমিনারে ‘মোংলা বন্দর কর্তপক্ষের সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীন নৌ পথ সমূহের নাব্যতাসংকট ও এর থেকে উত্তরণের উপায়, টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া, এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যত্তরীণ জলাশয়ে দৃষণ প্রাতিরোধ কৌশলসমূহের পাশাপাশি ‘মাছ ধরার নিযেধাজ্ঞা চলাকালীন সময়ে উপকুলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করাসহ বিভিন্ন’ বিষয গুরুত্বপূণ বিষয় তুলে ধরেন বক্তারা।
এ সময় খুলনা শিপইয়ার্ডের জিএম ক্যাপ্টেন জুলহাস উদ্দিন আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম, কমান্ডার মোঃ রাশেদুল করিম সহ বিআইডব্লিউটিএ ও কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply