1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বিএনপি জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না -মির্জা ফখরুল জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভা টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড ভোলায় কোস্টগার্ডের আয়োজনে অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লক্ষ ৩৯০৩২ জন, এগিয়ে মেয়েরা দাকোপে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

ভয়াবহে দাবানল চাপে বাইডেন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভয়াবহে দাবানলে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে এখনও পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

এ দুর্যোগে এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন, ঘর-বাড়িসহ পুড়েছে ১০ হাজারের বেশি কাঠামো। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজ ছাড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বিদায়ের আগে তিনিও যেন পুড়ছেন দাবানলের আগুনে!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ংকর দাবানল আগে কখনো হয়নি।

জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেয়া হবে, যাতে তারা দাবানলের মোকাবিলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে।

বাইডেন হোয়াইট হাউসে প্রশাসকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিলেন। তারপর তিনি জানান, সবচেয়ে ভয়ংকর দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া।

তিনি জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় ক্যালিফোর্নিয়াকে যাতে বিশেষ সাহায্য দেয়া যায়, সেজন্য তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছে বিশেষ আবেদন জানাচ্ছেন। দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কংগ্রেসকেও অনুরোধ করেছেন তিনি।

প্রেসিডেন্ট হিসাবে তর শেষ বিদেশ সফর হিসাবে রোম ও ভ্যাটিকান যাওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু দাবানল-পরিস্থিতির দিকে নজর রাখার জন্য সেই সফর বাতিল করেছেন বাইডেন।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার শেষ বিদেশ সফরে সিঙ্গাপুর, বাহারিন ও জার্মানিতে যাচ্ছিলেন। কিন্তু দাবানলের কারণে তিনিও সেই সফর বাতিল করেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, সাড়ে সাত হাজার দমকলকর্মী আগুন নেভাবার কাজ করছেন। এক হাজার ১৬২টি দমকল ইঞ্জিন সেখানে আছে।

৩১টি হেলিকপ্টার এবং ছয়টি এয়ার ট্যাংকার আগুন নেভানোর চেষ্টা করছে। এয়ার ট্যাংকার থেকে হাজার হাজার গ্যালন জল ফেলা হচ্ছে।

গভর্নর বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে জাতীয়, স্থানীয় এবং রাজ্যের বাইরের থেকে সাহায্য চাওয়া হয়েছে।

দমকলের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হলিউড হিলসের ভয়ংকর দাবানল কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। তবে পূর্ব ও পশ্চিম দিকের দুইটি দাবানল লস অ্যাঞ্জেলেসের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়িসহ পাঁচ হাজার তিনশ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।

এদিকে, দাবানলের কারণে এনএফএলের ম্যাচ লস অ্যাঞ্জেলেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেই ম্যাচ অ্যারিজোনাতে হবে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু দাবানল তার কাছাকাছি পৌঁছে যাওয়ায় মানুষের সুরক্ষার কথা ভেবে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট