1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়: ব্যাখ্যা দিলো আইএসপিআর উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত সীমান্ত থেকে ১৩ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মোংলায় কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ দাকোপে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা বাগেরহাটে জার্নালিজম ফর সুন্দরবন কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত দাকোপে পানি ব্যবস্থাপনা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!মার্কিন গোয়েন্দা তথ্য

খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ও বিশ^ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র সহযোগিতায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ বিষয়ক বিভাগীয় কর্মশালা বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় বিবিএস ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দারিদ্র্য মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্র আমাদের জন্য একটি দিক নির্দেশনা। এটি সরকার, উন্নয়ন সংস্থা এবং গবেষকদের জন্য অগ্রাধিকারমূলক এলাকা চিহ্নিত করতে সহায়তা করবে। তিনি সকল সরকারি দপ্তর ও সংস্থাকে সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে এবং টেকসই নীতি প্রণয়নে বিবিএস এর তথ্য অনুসরণ করতে অনুরোধ করেন।
সভাপতির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, দারিদ্র্যসহ যেকোন সমস্যা সমাধানে তথ্যের বিকল্প নেই। এই ম্যাপ থেকে দারিদ্র্যের বাস্তবচিত্র পাওয়া যাবে। দারিদ্র কী, কেন হচ্ছে এবং উত্তরণের উপায় যেন ম্যাপের মাধ্যমে উঠে আসে এবিষয়ে গুরুত্ব দেয়ার জন্য সুপারিশ করেন তিনি।
কর্মশালায় অতিথিরা বলেন, দারিদ্র্য মানচিত্রের বর্ণ সব জেলা ও বিভাগে এক। টাকার অংকে দারিদ্র্যকে বিবেচনা না করে অন্যান্য নির্দেশক যুক্ত করে কিভাবে দারিদ্র্যকে পরিমাপ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন। সংখ্যাগত দিক থেকে গুণগত দিকে ধাবিত হতে পারলে এই পদ্ধতিতে গতিশীলতা বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র উপপরিচালক ও পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের ফোকাল পয়েন্ট মোঃ মহিউদ্দিন আহমেদ। উন্মুক্ত আলোচনাটি সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ (এসআইডি) এর যুগ্মসচিব ড. দীপঙ্কর রায়। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ আখতার হোসেন।
কর্মশালায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিশ^ খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট