1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পৌর বিএনপির প্রস্তুতি সভা শেষে সম্মেলনের তফসিল ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে-ফয়েজ আহমদ তৈয়্যব সবকিছু ওইদিনই শেষ করে দিয়েছি-অপু বিশ্বাস হাসপাতাল থেকে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত

নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ওপর গুরুত্বারোপ করেন-বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৫ম সভা বুধবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও প্রশাসক মো: ফিরোজ সরকার। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে কেসিসি প্রশাসক নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকল্পে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ওপর গুরুত্বারোপ করেন এবং পশু বর্জ্য সম্ভব দ্রুততম সময়ে অপসারণের জন্য কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সদা তৎপর থাকার নির্দেশ দেন। পবিত্র ঈদ-উল-আযহা প্রক্কালে নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
সভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কেসিসি কর্তৃক আয়োজিত কোরবানির পশুর হাটের ইজারা ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নির্ধারণ, নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় বসুপাড়া কবরস্থানে দাফনকৃত জুলাই বিপ্লবে শহিদ সাকিব রায়হানের কবর সংরক্ষণ এবং কবরখানার অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, ৩১টি ওয়ার্ড এলাকার সড়ক বাতি রক্ষণাবেক্ষণ এবং ওয়ার্ড অফিসসমূহে জন্ম-মৃত্যু নিবন্ধন কাজে ব্যবহৃত কম্পিউটার ও প্রিন্টারের মালামাল ক্রয়, মামলাসহ বিভিন্ন কারণে যে সকল বিজ্ঞাপনী সংস্থা বিজ্ঞাপন প্রচার কর পরিশোধ করছে না সেই সকল প্রতিষ্ঠানের অনুকূলে চুড়ান্ত পত্র প্রদান সাপেক্ষে বিলবোর্ড অপসারণ এবং অনাদায়ী বিজ্ঞাপন প্রচার কর আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত ব্যয়ের একটি অংশ কেসিসি থেকে প্রেরণ, জলবায়ু ট্রাস্ট ফান্ডের জামানতের অর্থ সাধারণ তহবিল হতে পরিশোধ এবং নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় মহানগরীতে বাস্তবায়নাধীন ‘‘ওয়াটার এ্যাজ লিভারেজ ন্যাচারাল ড্রেইনেজ সলুশন ফর খুলনা সিটি’’ শীর্ষক প্রকল্পের নাম পরিবর্তন করে ‘‘লিভারেজিং ফ্লাড প্রোটেকশন ফর রিজিলিয়েন্স খুলনা সিটি’’ নির্ধারণ করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বিটিসিএল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্তগণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট