1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে-প্রধান উপদেষ্টা ইরানজুড়ে সরকারের পক্ষে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ ৪০ বার হজ করা ১৪২ বছরের বৃদ্ধের ইন্তেকাল ঢাকায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মোস্তাফিজকে বাদ দিয়ে দল গঠনের সুপারিশ আইসিসির দেশের ইতিহাসে রেকর্ড ছাড়াল সোনার দাম খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের ১০৩তম বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাসংকৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময় বিশ্বকাপে টাইগারদের ভেন্যু কি পাকিস্তান? ভারতের ওপর বিসিবির অনড় অবস্থানে পিসিবির আগ্রহ

কোস্টগার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর সফর করেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স (JATF), অপারেশন সোভেরিন বর্ডারস (OSB) এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল।

২৩ জুন সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারিত্বকে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকান্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ ও কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন এ লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক জানান, অস্ট্রেলিয়ার সহায়তায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাহিনীর কার্যকারিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ হতে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থে গঠিত অংশীদারিত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের মৈত্রী দীর্ঘজীবী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ কোস্ট গার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিগণ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট