1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী-কর্নেল শফিকুল ইসলাম গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা-সেনা সদর শার্শা সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ন, ভারতীয় পন্য ও মাদক জব্দ পটুয়াখালীতে কোস্টগার্ড-মৎস্য অধিদপ্তরের অভিযানে দেড় কোটি চিংড়ি রেণু জব্দ সবুজ বাংলাদেশ বিনির্মাণে দুই হাজার চারা রোপণ করবে মোংলা বন্দর কর্তৃপক্ষ বেনাপোলে এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দাকোপে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় গরু সহ ১২ লাখ টাকার পন্য জব্দ জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেলো ইরান সংসদে প্রতিনিধিত্ব চান জুলাই শহীদ পরিবারের সদস্যরা

দাকোপে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে কৃষিই সমৃদ্ধি শিরোনামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় চালনা পৌরসভার মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাকোপ উপজেলার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক আব্দুস সামাদ,উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার প্রজিত কুমার রায়,উপজেলা আইসিটি অফিসার সমীর কুমার বিশ^াস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস,সাধারণ সম্পাদক জি এম রেজাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ,কৃষক-কৃষানীবৃন্দ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা রীনা খাতুন।
উপজেলার ৭০ জন কৃষক,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ পার্টনার প্রোগ্রামের উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা । এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাণিজ্যিকীকরণ উৎসাহিত করা,নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিখাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরী করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট