1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বিএনপি জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না -মির্জা ফখরুল জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভা টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড ভোলায় কোস্টগার্ডের আয়োজনে অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লক্ষ ৩৯০৩২ জন, এগিয়ে মেয়েরা দাকোপে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন সভাপতিত্ব করেন।

সভায় সভাপতি বলেন, মোংলা বন্দর খুলনার শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথ্য দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বন্দরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কাজ আরো গতিশীল হয়েছে।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের মোংলা বন্দরের অর্জনসমূহ: জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিলো ৮০০টি। এবছর বন্দরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০টি জাহাজ আগমন করে। কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিলো ৮৮.৮০ লাখ মে.টন। এবছর বন্দরে ১০৪.১২ লাখ মে.টন কার্গো হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫.৩২ লাখ মে.টন বেশি হ্যান্ডলিং করা হয়। কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিলো ২০০০০টিইইউজ এবছর বন্দরে ২১৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪৫৬ লাখ টিইইউজ হ্যান্ডলিং করে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিলো ৩৩৩৮৭.০০ লাখ টাকা। বন্দরে ৩৪৩৩৩.০০ লাখ টাকা রাজস্ব আয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪৬ লাখ টাকা এবং ২.৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে। এয়াড়া বন্দরে নীচ মুনাফার লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৬২ কোটি ১০ লাখ টাকা নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১১৫৭৯ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। বর্তমানে এ বন্দরে মোট চারটি প্রকল্প চলমান রয়েছে।
মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শাখার কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট