পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের ওপর নির্মিত বোয়ালিয়া ব্রিজের পূর্ব পাশের সংযোগ সড়কে ধস দেখা দিয়েছে। ব্রিজের দক্ষিণ পাশের অংশে বালু সরে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ভারি বর্ষণের কারণে গর্তটি ক্রমশ আরও বড় হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্ববর্তী সড়কের পাশে বালু সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে গর্তটি দ্রুত বিস্তৃত হচ্ছে, যা পুরো সংযোগ সড়কটিকেই হুমকির মুখে ফেলেছে।
প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যানবাহন—মোটরসাইকেল, ভ্যান, কার, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচল করে। গর্তটি আরও বিস্তৃত হলে সড়কের বড় অংশ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে সড়কটি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং চলাচলরত যানবাহন দুর্ঘটনার কবলে পড়তে পারে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর পাইকগাছা উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব জানান, “কয়েক মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। তবে টানা ভারি বৃষ্টিতে সড়কের পাশে বালু সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। খুব দ্রুত গর্তটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যেন বড় ধরনের দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্নতার আগে সড়কটি মেরামত করা সম্ভব হয়।
Leave a Reply