1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগেরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও বাচ্চা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন পাইকগাছায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠিত পাইকগাছার চাঞ্চল্যকর দস্যুতা মামলার আসামি আরমান আটক স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে-প্রধান নির্বাচন কমিশনার বেনাপোলে ১০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত দেশের স্বার্থে বন্দর নিয়ে প্রোপাগান্ডা যেন না হয়-উপদেষ্টা সাখাওয়াত বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া পাইকগাছায় শিবসা ব্রীজের সিসি ব্লকে গর্ত; দুর্ঘটনার আশঙ্কা

পাইকগাছায় শিবসা ব্রীজের সিসি ব্লকে গর্ত; দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সম্প্রতি অতি বৃষ্টির কারণে পাইকগাছার পৌর সদরের মাছ কাটা সংলগ্ন শিবসা ব্রিজের বাম পাশে এপ্রোচ রোডের সিসি ব্লক অংশে বড় আকারের গর্তের সৃষ্টি সহ পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ পথচারীদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরজমিন ঘুরে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পাইকগাছার সোলাদানা, গড়ইখালী ও দারুলমল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের খুলনার যাওয়ার একটি সহজ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এ সড়ক ও ব্রীজ ব্যবহার করে হাজার হাজার মানুষ উপজেলা শহর সহ খুলনার উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। পাশাপাশি শত শত কোমলমতি শিক্ষার্থী, বাস, ট্রাক, পিকআপ ভ্যান, নসিমন, করিমন, ইজিবাইক সহ মালবাহী যানবাহন চলাচল করে।

এদিকে গত বেশ কিছুদিন একটানা অতি বৃষ্টির কারনে এ ব্রীজের সিসি ব্লকের নিচের বালু ও মাটি সরে যেয়ে প্রায় ২৫/৩০ ফুট লম্বা ও ৪/৫ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ব্রিজের পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ও বালু সরে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক ও ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও ব্রিজে দীর্ঘদিন ধরে গাইড পোস্ট থাকায় মালবাহী গাড়ি ও ইটের ট্রলি উল্টে ইতোমধ্যে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানান স্থানীয়রা। একারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন বলেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে এ গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া ব্রিজে দু’পাশে গাইড পোস্ট না থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পথচারীরা।

এবিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, গাইড পোস্ট লাগানো সহ গর্তের স্থানগুলো দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।

খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক জানান, ব্রিজের গর্তের স্থানগুলো দ্রুত মেরামত করার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট