1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি বিমান থেকে গাজায় ২৫ টন খাবার ফেলল জর্ডান-আরব আমিরাত মাইলস্টোন ট্রাজেডি: সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪ যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছি-বাণিজ্য সচিব স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে খুলনায় প্রীতি ফুটবল প্রতিযোগিতার লক্ষ্যে সভা ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইট দিয়ে আঘাত, মাথায় তিনটি সেলাই গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাপুল দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলার দৌলতখান থেকে ১টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (২৭ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভোলার সদর থানাধীন তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ৩ জন ডাকাত কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুসারে গত ২৬ জুলাই ২০২৫ তারিখ শনিবার ভোর ৫ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত ভোলার দৌলতখান থানাধীন চরবৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৭ টি দেশীয় অস্ত্র (৬ টি রামদা, ১ টি ছুরি), ২ টি মেটাল স্টিকসহ আরো ৫ জন ডাকাত কে আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা ভোলা সদর এবং চরফ্যাশন এলাকার বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট