পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ সোমবার দিনভর পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের বেতবুনিয়া খেয়াঘাট বাজার, কুচিয়া নদীর বান্দ ও ভ্যাকটমারী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণের দোড়গোড়ায় গিয়ে বর্তমান দেশের প্রেক্ষাপট তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাইকগাছা-কয়রার উন্নয়ন এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি জি. এম. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, মিজান জোয়ারদার, মেসের আলী সানা, মাস্টার মজিবর রহমান, মফিজুল ইসলাম টাকু, সাহেব আলী সানা, প্রভাষক মনিরুজ্জামান মনি, আবু হুরাইয়া বাদশা, মারুফ হোসেন প্রিন্স, রায়হান পারভেজ টিপু, আবু সুফিয়ান, নাসির হোসেন, মিজান গাজী, হাফিজুল গাইন, শাহাবুদ্দিন গাইন, শাহ আলম, আবু হানিফ মিলন, শিমুল গোলদার, বাপ্পি মোল্লা, আব্দুল হাকিম, কামরুল ইসলাম, হাবিবুল বাশার, সাহেব গাজী, গফফার মোড়ল, বাসার শিকারি, আজিম এবং ইব্রাহিম গাজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে গণসংযোগ কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
Leave a Reply