1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ চিতলমারী বাজার কমিটির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী অনুপমের ইশতেহার দাকোপে জিসিএ প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মহেশখালীতে কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন দাকোপে সাংবাদিকদের সাথে এনসিপি প্রার্থীর মত বিনিময় দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ

মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধুনিক বাণিজ্যের হাব

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: নতুন অর্থবছর শুরু হওয়ার সাথে সাথে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। পুরো বন্দর এলাকা জুড়ে চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। বন্দর কর্তৃপক্ষের আশা জাহাজ আগমন যেভাবে বাড়ছে এমনটা অব্যাহত থাকলে এ অর্থবছরেই ৯০০ বিদেশি জাহাজ আগমনের রেকর্ড ছাড়াবে।
বন্দর কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার। শীঘ্রই মোংলা বন্দর আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে দক্ষিণ এশিয়ায় পরিচিতি পাবে। এ বন্দরটিকে আরো লাভজনক বন্দর হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্রটি আরো জানায়, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। কাজেই এ বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে এটি হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি।
আশা করছি দ্রুত সুফল পাবো। বন্দরের এ শীর্ষ কর্মকর্তা আরো বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, ১ লাখ টিইউজ কন্টেইনার, ২ কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি এবং বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেল জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট