
দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলার সকল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম রুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, এম এম গোলাম কাদের, কামরুজ্জামান টুকু, মহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মোল্ল্যা, আব্দুর রাজ্জাক মোল্ল্যা, পারুল বেগম, আব্দুর রাজ্জাক শেখ, জিএম রমজান, রতন রায়, মেশকাত মোল্লা, মাজেদুল ইসলাম ও রাহাজান গাজী।
এছাড়া চালনা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনারা ইসলাম, নেতা রিফাজ সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন চালনা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সোলায়মান আল মেসকাত, এম এম কলেজ সভাপতি অলিয়ার রহমান পাড়, আব্দুল্লাহ আল মৃদুল, আবুল বাশার গাজী, রাসেল গাজী, সোহানুর রহমান সোহান, রিয়াজ সরদার প্রমুখ।সভায় নবগঠিত কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কর্মকান্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাশেষে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply