ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
বুধবার দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। দেশে ফেরার পর রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন। বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
Leave a Reply