1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম অধ্যয়ন গণমাধ্যম ও আন্তঃধর্ম্রীয় সংলাপ কেন্দ্রের আয়োজনে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা খুলনার কয়রায় নৌবাহিনীর অভিযানে হরিণের মাংসসহ আটক ১ ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি, এখন কী হবে? ইসরায়েল-ফিলিস্তিনি গোষ্ঠী চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন শহিদুল আলম এখন ইসরায়েলের কারাগারে মোংলায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে যৌথ বাহিনীর তল্লাশি

বেনাপোলে সোহাগ পরিবহনের চালককে বিজিবি সদস্যে কর্তৃক মারধরের অভিযোগ। আড়াই ঘন্টা সড়ক অবরোধ

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের এক বাস চালককে বিজিবি সদস্য কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা বেনাপোল – যশোর মহাসড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহনের বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির তল্লাশির সময় দায়িত্বরত এক বিজিবি সদস্য বাসের ড্রাইভার মো. অপুকে গাড়িটি পাশে দাঁড় করিয়ে রাখতে বলেন। এ সময় চালক অপু বলেন, “আপনি আমাকে যেতে দিন না হলে সড়কে যানজটের সৃষ্টি ও গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। আপনি আপনার কাজটা করেন, আমাকে আমার কাজটা করতে দিন।”

এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে বিজিবি সদস্য চালককে তার সিট থেকে জামার কলার ধরে টেনে গাড়ি থেকে নিচে নামিয়ে এনে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ওঠে।

ঘটনা পর পরই ক্ষুব্ধ পরিবহন চালক অপু রাস্তার মাঝে বাসটি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এ সময় অন্যান্য পরিবহন শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও শার্শা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরে আলোচনা শেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিজিবির এক কর্মকর্তা জানান, “ড্রাইভারকে মারধরের বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টি থানায় বসে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিচ্ছি।”

এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট