বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোগে বাগেরহাট জেলার রামপাল উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এম হায়াত উদ্দিন সহ বাংলাদেশ বিভিন্ন সময়ে যে সকল সাংবাদিকদের হত্যা,গুম , হামলা, মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় থানা মোড়ে অনুষ্ঠিত হয় । মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অবঃ অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম ভুট্টো, গাজী তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, বুলবুল, এসময় উপস্থিত ছিলেন অরূপ জোদ্দার, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, আসাদুজ্জামান উজ্জল, শাহাবুদ্দিন দোলন, শেখ রাসেল সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ । বক্তারা বলেন সম্প্রতি বাগেরহাটে জাতীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম হায়াত আলী হত্যা সহ বাংলাদেশের যত সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের একত্রিত করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply