1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন, ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী। ইপিআই এর আওতায় যে টিকা দেওয়া হচ্ছে তা বিশ^ব্যাপী প্রশংসিত হয়েছে। আমরা সফলতা অর্জন করেছি। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার বিকল্প নেই। টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। সরকার এ রোগ নির্মূলে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পালনকালে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন শিশু টিকাদান ক্যাম্পেইনে বাদ না পড়ে, সেজন্য প্রচার বাড়াতে হবে। গুজবে কান না দিয়ে টাইফয়েড টিকা দিতে স্বতঃস্ফূর্তভাবে টিকা কেন্দ্রে এসে টিকা দিতে হবে। টিকা সম্পর্কে সঠিক তথ্য প্রদানে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৪৩ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ১০ জেলার ২৮ লাখ ৯৭ হাজার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১৩ লাখ ৮৭ হাজার পাঁচশত ৩৩টি কমিউনিটি পর্যায়ে ক্যাম্পেইন পরিচালিত হবে। খুলনা বিভাগের ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়ের কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পালিত হবে। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তাদের তালিকা প্রস্তুত করে বিশেষ ব্যবস্থায় টিকা প্রাপ্তি নিশ্চিত করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, যুগ্মসচিব (প্রকল্প বাস্তবায়ন ও জনস্বাস্থ্য) মোঃ সফিউল আলম ও বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ আরিফুর রহমান। এতে সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোঃ খালেদ হোসেন, ইউনিসেফ এর খুলনা চিফ মোঃ সাজিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট