1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

বিএনপির কাছে ২১৭ আসন চায় মিত্ররা

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করেছে। এ পর্যন্ত যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা মোট ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে।

মিত্র দলের তালিকা: গণতন্ত্র মঞ্চ: ১৩৮টি আসন, ১২ দলীয় জোট: ২১টি আসন, জাতীয়তাবাদী সমমনা জোট: ৯টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ১৩টি আসন, জাতীয় পার্টি (বিজেপি): ৫টি আসন, গণফোরাম: ১৫টি আসন, লেবার পার্টি: ৬টি আসন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম): ১০টি আসন।

মিত্রদের মধ্যে কয়েকটি দল সরাসরি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তালিকা দিয়েছেন।

বর্তমানে আসন ছাড় নিয়ে দরকষাকষি চলছে। সূত্রের খবর, এবার বিএনপি সর্বোচ্চ ৪০টি আসন মিত্রদের দিতে পারে।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসন ছাড় দিয়েছিল বিএনপি। তবে এবার জামায়াতে ইসলামীকে কোনো আসন ছাড় দেওয়া হবে না। বিএনপি এখন অন্য মিত্র দলের জনপ্রিয়তা যাচাই করে আসন ভাগাভাগি করবে।

সম্ভাব্য প্রার্থী ও আসন

পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি, জাফর), লক্ষ্মীপুর-১: শাহাদাত হোসেন সেলিম (বাংলাদেশ এলডিপি), কিশোরগঞ্জ-৫: সৈয়দ এহসানুল হুদা (বাংলাদেশ জাতীয় দল), বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য), ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), ঢাকা-৬: সুব্রত চৌধুরী, ঢাকা-১৩: ববি হাজ্জাজ (এনডিএম), ঢাকা-১৭: আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি), কুমিল্লা-৭: ড. রেদোয়ান আহমেদ (লিডিপি), নড়াইল-২: ড. ফরিদুজ্জামান ফরহাদ (জাতীয়তাবাদী সমমনা জোট)।

মিত্রদের অন্যান্য আসন: গণতন্ত্র মঞ্চ ১৩৮ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে। ১২ দলীয় জোট ২১টি আসনে তালিকা দিয়েছে।

গণফোরাম ১৫টি আসনে প্রার্থী তালিকা শিগগিরই বিএনপির গুলশান কার্যালয়ে জমা দেবে। লেবার পার্টি ৬টি আসনে প্রার্থী তালিকা দিয়েছে।

এলডিপি ১৩টি আসনে প্রার্থী তালিকা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দিয়েছে।

জাতীয় পার্টি (বিজেপি) ও এনডিএম ৫ ও ১০টি আসনের প্রার্থীর তালিকা জমা দিয়েছে।

মিত্র দলের সঙ্গে সম্পর্ক: বিএনপি এনসিপির সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। এনসিপি ৩শ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।

তবে তারা জামায়াত বা বিএনপির কোনো জোটে যাবে না। বিএনপি মিত্রদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আসন ছাড় দেবে।

সূত্রের খবর, চলতি মাসের মধ্যে মিত্রদের আসন ছাড় ও সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্তভাবে জানা যাবে। এরপর প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট