পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার(২০ অক্টোবর) বিকালে উপজেলার চাঁদখালী বাজারে এ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানকালে বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকান পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না থাকা এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার মধ্যে—হোটেল ব্যবসায়ী ওমর ফারুককে ৫ হাজার, মফিজুল সরদারকে ১ হাজার, এবং মিষ্টি ব্যবসায়ী রাসেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল ও পেশকার তুহিন বিশ্বাস ও আনসার সদস্য
Leave a Reply