1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ষাটে শাহরুখ খান ভক্তদের ভালোবাসা ও অভিনেতাদের শ্রদ্ধায় সিক্ত বলিউডের ‘বাদশা’ ৬,৮০০ জনের মৃত্যু, আফ্রিকায় কলেরার ভয়াবহ রূপ সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল সমবায়ভিত্তিক অর্থনীতি গড়ে তুললে আত্মনির্ভর বাংলাদেশ সম্ভব-প্রধান উপদেষ্টা খুলনায় যাত্রা শুরু করলো নতুন নিউজ পোর্টাল সূর্যোদয় খুলনা বিএনপি ও ধানের শীষ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- রফিকুল ইসলাম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ রামপালে প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মোংলায় প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত

ষাটে শাহরুখ খান ভক্তদের ভালোবাসা ও অভিনেতাদের শ্রদ্ধায় সিক্ত বলিউডের ‘বাদশা’

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:: বলিউডের ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান পা দিলেন জীবনের ষাটে। সময়ের ঘড়িতে বয়স বেড়েছে, কিন্তু তার আকর্ষণ, রসবোধ আর ভক্তদের সঙ্গে হৃদয়ের সংযোগ যেন আরও গভীর হয়েছে। জন্মদিনের এই মাইলফলকে সহ–অভিনেতা থেকে নির্মাতা সবাই একবাক্যে জানিয়েছেন, শাহরুখ কেবল একজন তারকা নন, তিনি এক অনুভূতির নাম।

বলিউডের বহু তারকাই শাহরুখের সঙ্গে কাজের স্মৃতি মনে করে মুগ্ধতায় ভরে উঠেছেন। কাজল বলেছেন, শাহরুখের উষ্ণতা আর বন্ধুত্ব এতটাই স্বতঃস্ফূর্ত যে সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়েছে।

করন জোহর মনে করেন, তিনি শুধু অভিনেতা নন, একজন দূরদৃষ্টিসম্পন্ন চিন্তক, যিনি তারকার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।

কারিনা কাপুর খান বলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে শাহরুখ একমাত্র অনন্য ঘটনা যার আকর্ষণ তুলনাহীন।

রবীনা ট্যান্ডন স্মরণ করেন তার সেটের দিনগুলো তার রসবোধ আর প্রাণবন্ত এনার্জি আশেপাশের সবাইকে হাসায়।

কারিশমা কাপুর জানিয়েছেন, “দিল তো পাগল হ্যায়’-এর সময়ে শাহরুখের সহযোগিতা আর উদারতা ছিল অনুপ্রেরণার।

ক্যাটরিনা কাইফ বলেন, তিনি সবচেয়ে ভদ্র ও উদার সহ–অভিনেতা সবসময় অন্যদের আরামদায়ক করে তোলেন।

সহকর্মীদের এই স্মৃতিগুলো মিলেমিশে শাহরুখ খানের ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয় যেখানে বুদ্ধি, বিনয় আর মাধুর্য মিলে গড়ে উঠেছে প্রকৃত সুপারস্টার।

জন্মদিনের ক’দিন আগেই শাহরুখ খোলামেলা আলাপ জমিয়েছিলেন ভক্তদের সঙ্গে—#AskSRK সেশনে।

একজন ভক্ত জানতে চান, তিনি কি এবারও জন্মদিনে ‘মান্নাত’-এর বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানাবেন?

শাহরুখের মজার জবাব, অবশ্যই জানাবো, তবে এবার হয়তো একটা হার্ড হ্যাট পরে নিতে হবে!‘মান্নাত’-এ চলমান সংস্কারের প্রসঙ্গ টেনে এই হালকা রসিকতাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

প্রতিবছর ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ‘মান্নাত’-এর সামনে জমে ওঠে হাজারো ভক্তের ঢল। তারা অপেক্ষা করে সেই এক ঝলক—দুই হাত মেলে, হাসিমুখে শুভেচ্ছা জানানো শাহরুখের চিরচেনা ভঙ্গির। এই মুহূর্তটি এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে, যা ভালোবাসা আর তারকার মাঝে এক জীবন্ত বন্ধন।

আজও শাহরুখ খান ব্যস্ত তার নতুন যাত্রাপথে। আসছে ‘কিং’—সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি, যেখানে থাকছেন মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন।
একই সঙ্গে পারিবারিক জীবনের ভারসাম্য, প্রযোজনার নতুন দিগন্ত আর তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ রেখে শাহরুখ প্রমাণ করেছেন—বয়স তার কাছে কেবল সংখ্যা।

ষাট বছর পেরিয়ে আজও তিনি শুধু এক অভিনেতা নন, তিনি আশা, রসবোধ ও মানবিকতার প্রতীক।
যেমনটি একসময় তিনি নিজেই বলেছিলেন, আমি ভক্তদের ভালোবাসা থেকে তৈরি হয়েছি, আর সেই ভালোবাসাই আমার সত্যিকারের পুরস্কার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট