1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করল বিসিবি জোহরান মামদানির জয় মার্কিন প্রেসিডেন্টর-এর কি বার্তা বহন করে! গুম প্রতিরোধ অধ্যাদেশে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা রাস মেলা থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল ট্রলারসহ ৪২ যাত্রী উদ্ধার খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পাইকগাছায় আল-আমীন বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্য আটক পাইকগাছায় সেতু ভেঙে নদীতে: জনভোগান্তি চরমে, কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ

পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সুন্দরবন সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা ও উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন এবং সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন রূপান্তরের জেলা কো-অর্ডিনেটর সাকি রেজওয়ানা।

সুন্দরবন যুব ক্লাবের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইয়ুথ সদস্য ছন্দা সুলতানা, কৃষ্ণা চক্রবর্তী, আতিকুজ্জামান নয়ন, বনজীবী মোঃ হাফিজুল গাজী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কায়ুম সরদার, মোঃ খালেক, ইমরান হোসেন, সুফিয়া বেগম, তারাদাসী, রেশমা বেগমসহ অন্যান্য বনজীবী ও মৎস্যজীবীরা।

কর্মশালায় বক্তারা বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করা জরুরি। এজন্য বিকল্প ব্যবহার বৃদ্ধি ও জনসচেতনতা গড়ে তুলতে হবে।

শেষে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট