1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ঘোড়াঘাটে সাব রেজিস্ট্রার অফিসের দাবিহীন ১৫ শতাধিক দলিল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট চিতলমারীর বদনা কান্ড ভূক্তভোগী গৃহবধু শ্রাবণীর পাশে বিএনপি নেতা ফজলুসহ সুশীল সমাজ ঢাকায় প্রথমবারের মতো এক্সএসসি আন্তঃশ্রেণি রাগবি টুর্নামেন্টে অনুষ্ঠিত ঢাকায় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ পুরান ঢাকায় প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জলবায়ু প্ররোচিত অভিবাসী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনসংখ্যা, সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষ যেন মাইগ্রেশন না হয় সেদিকে সকলের নজর দিতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারিতাস প্রতিষ্ঠালগ্ন থেকে ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, নগরায়নের ক্ষেত্রে উত্তম পরিকল্পনা করা প্রয়োজন। দুর্যোগ প্রবণ এলাকা থেকে কি পরিমান জনসংখ্যা মাইগ্রেশন হচ্ছে তাদের ডাটা তৈরি করতে হবে। নাগরিক সুবিধা যেমন কাজের ক্ষেত্র তৈরি, যোগাযোগ, স্কুল-কলেজ থাকে তা হলে উপকূলীয় অঞ্চল থেকে মানুষ মাইগ্রেশন হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। গোলটেবিল আলোচনা সভায় কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার। অনুষ্ঠানে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল করিম, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ইউনিফেস এর চিফ মোঃ কাউসার হোসেন, কারিতাসের ডিআরআর সিসিএ এর প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল কোর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেসি কোর্ডিনেটর কাকলী হালদার প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৯, ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ডে এবং সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন নামে একটি প্রকল্প চলমান রয়েছে। কারিতাস জার্মানি এবং বিএমজেড এতে অর্থায়নে সহযোগিতা করছে। এ প্রকল্পটি জানুয়ারি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কেসিসির চারটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত এসডিএনসি কমিটির সদস্য ও ক্ষতিগ্রস্থ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা খুলনা কারিতাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট