
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড মামলার আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বিকেলে পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে আনন্দ মিছিল করেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল ও সাদ্দাম হোসেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা আদালতের রায়কে স্বাগত জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply