1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে অল-আউট বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়ল বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে টাইগাররা ৪৭৬ রান তুলে অল-আউট হয়েছে। প্রথম ইনিংসে ১৪১ ওভার ব্যাট করেছে নাজমুল হোসেন শান্তর দল, মিরপুরের উইকেটে যা দারুণ ব্যাপার। এবার দেখার, বোলাররা আয়ারল্যান্ডকে কত রানে আটকে রাখতে পারেন।

বৃহস্পতিবার ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক। পরের ওভারে আর দেরি করেননি। ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন ১৯৫ বল, হাঁকিয়েছেন মাত্র ৫টি চার! তবে মুশফিক ইনিংস আর বেশি বড় করতে পারেননি। ২১৪ বলে ১০৬ রান করে আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। লিটনের সঙ্গী হন মিরাজ।

দুর্দান্ত খেলতে থাকা লিটন ১৫৮ বলে ৭ চার ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এটা ছিল তার শততম প্রথম শ্রেণির ম্যাচ। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৭ রানে আউট হন মিরাজ। ভাঙে ১২৩ রানের দারুণ একটা জুটি। অন্যদিকে সেঞ্চুরির পরও ভালো ব্যাটিং করছিলেন লিটন। শেষ পর্যন্ত তার ১৯২ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১২৮ রানের ইনিংসটি শেষ হয় হামফ্রিসকে সুইপ করার চেষ্টায় স্লিপে ক্যাচ দিয়ে।

লিটন আউট হওয়ার পর দ্রুত শেষ হতে থাকে বাংলাদেশের প্রথম ইনিংস। তাইজুল ইসলাম ৪ এবং হাসান মুরাদ ১১ রানে আউট হন। শেষদিকে এবাদত হোসেন অপরাজিত থাকেন ২৪ বলে ১৮ রানে। আইরিশদের হয়ে ৩৩.১ ওভার বল করে ১০৯ রানে ৬ উইকেট শিকার করেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দুটি করে নিয়েছেন গ্যাবিন হোয়ে এবং হ্যারি টেক্টর। এই দুজনও যথাক্রমে ১৫১ এবং ১১৫ রান খরচ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট