
ডেস্ক:: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
ঢাকায় তিন জন, গাজীপুরে একজন, নারায়ণগঞ্জে একজন এবং নরসিংদীতে দুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এ ঘটনায় কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেলে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫।
ঢাকা: পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত ফাতেমা ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের কন্যা।
গাজীপুর: কালীগঞ্জের নাগরী ইউনিয়নে গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) নিহত হয়েছেন। এছাড়া শাদেরগাঁও জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে গেছে এবং নবনির্মিত চারতলা স্কুলসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
নরসিংদী: নরসিংদীতে ভূমিকম্পের প্রভাবে ভবনের দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ওমর (১২) ও কাজম আলী (৭৫)। জেলার ছয়টি উপজেলায় শতাধিক আহত হয়েছেন।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, জেলায় বিভিন্ন স্থানে আহত ও নিহতের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময়ে সতর্ক রয়েছে।
Leave a Reply