1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়-প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দর্শনাথীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’ পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পির পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ এক পাসপোর্টযাত্রী আটক সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা নারী আইপিএলের নিলামে জায়গা পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সশস্ত্র বাহিনী দিবস শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকায় তিন জন, গাজীপুরে একজন, নারায়ণগঞ্জে একজন এবং নরসিংদীতে দুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এ ঘটনায় কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেলে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫।

ঢাকা: পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত ফাতেমা ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের কন্যা।

গাজীপুর: কালীগঞ্জের নাগরী ইউনিয়নে গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) নিহত হয়েছেন। এছাড়া শাদেরগাঁও জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে গেছে এবং নবনির্মিত চারতলা স্কুলসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

নরসিংদী: নরসিংদীতে ভূমিকম্পের প্রভাবে ভবনের দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ওমর (১২) ও কাজম আলী (৭৫)। জেলার ছয়টি উপজেলায় শতাধিক আহত হয়েছেন।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, জেলায় বিভিন্ন স্থানে আহত ও নিহতের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময়ে সতর্ক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট