1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়-প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দর্শনাথীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’ পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পির পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ এক পাসপোর্টযাত্রী আটক সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা নারী আইপিএলের নিলামে জায়গা পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সশস্ত্র বাহিনী দিবস শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

‘এটাই কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা ও আশপাশের অঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

তিনি বলেন, শুক্রবারের (২১ নভেম্বর) এই ভূমিকম্প সাম্প্রতিক ইতিহাসে রাজধানীকে সবচেয়ে জোরালোভাবে নাড়িয়ে দিয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ৪ থেকে ৫ মাত্রার কাছাকাছি কম্পন হলেও সেগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। কিন্তু ঢাকাকে কেন্দ্র করে এমন তীব্র কম্পন দীর্ঘ সময় হয়নি।

রুবাইয়াত কবির বলেন, “ঐতিহাসিকভাবে এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। অতীতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা প্রমাণ করে—বাংলাদেশ এখনো উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। বড় ভূমিকম্প কবে হবে তা কেউ বলতে পারে না; তবে সম্ভাবনা সবসময়ই থাকে।”

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার স্মরণ করিয়ে দেন, ২০০৩ সালে রাঙামাটির বরকল ইউনিয়নে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। আর ১৯১৮ সালে দেশের অভ্যন্তরে রেকর্ড হওয়া ৮ মাত্রার ভূমিকম্প এখনো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কম্পন।

তিনি বলেন, “আমরা বহুদিন ধরে সরকারকে বলছি—ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত মহড়ার কোনো বিকল্প নেই। দুর্যোগের পর বড় বাজেট রাখা হলেও প্রস্তুতির জায়গায় এখনো ঘাটতি রয়েছে।”

প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর আতঙ্কে বহু মানুষ ঘর-বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসে এবং বেশ কিছু স্থাপনায় ফাটলসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট