
মোঃ জাহিদুল ইসলাম:: দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (রেজিঃ নং – ৯১/২০০০/১/কে, খুলনা) এর ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
একুশ নভেম্বর শুক্রবার দিনব্যাপী সেন্ট যোসেফস ক্যাথিড্রাল গীর্জার বিশপ মাইকেল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাল, খুলনা ধর্মপ্রদেশ বিশপ জেমস রমেন বৈরাগী। এসময় প্রধান আলোচক ছিলেন, খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমিতির স্বপ্নদ্রষ্টা প্রয়াত মহামান্য বিশপ মাইকেল এ.ডি রোজারিও এর সমাধীতে আলোক প্রজ্ব্যালন ও পুস্পার্পন করা হয়। এ সময় প্রয়াত সংগঠক, প্রতিষ্ঠাতা সদস্যগণ ও সদস্যদের উদ্দেশ্যে শোক জ্ঞাপনের মাধ্যমে শ্রদ্ধাবনত চিত্তে ১মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি ডাঃ সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব বৈরাগীর সঞ্চালনায়
এদিনের অন্যান্য অনুষ্ঠান সূচীর মধ্যে পবিত্র শাস্ত্রপাঠ ও প্রার্থনার মাধ্যমে অতিথিদের বরণ করা সহ বিগত ২৬ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, আলোচনা, অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, আগামী ২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন, কর্মপরিকল্পনা, মতামত গ্রহণ সহ সম্মানিত অতিথিদেরকে ফুল ও রত্নগর্ভা সদস্যদের সন্তানদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভিকার জেনারেল রেভাঃ ফাদার যাকোব এস বিশ্বাস, থানা মেট্রোপলিটন সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, সেন্ট যোসেফস্ ক্যাথিড্রাল এর পালক পুরোহিত রেভাঃ ফাদার লাভলু সরকার, ক্যাটেখিষ্ট রবিন সরকার, সংগঠনের উপদেষ্টা ডাঃ অপু লরেন্স বিশ্বাস, সভাপতি মিছিলেশ বৈরাগী, উপদেষ্টা রোজী সজ্জন, লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. শেখ ইকবাল মোর্শেদ।
এ সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিসেস লাকি খান, যুগ্ম সম্পাদক সাগর বালা শিমন, কোষাধক্ষ্য শুভ হাজরা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে লিপি বাড়ৈ. মানিক বাড়ৈ. স্বপন মন্ডল, জয় জয়ধর, ঋণদান উপ কমিটির সুমি হালদার, শিল্পী ঘরজা, রুমা ব্রিজিতা বিশ্বাস ও অভ্যন্তরীণ অডিট উপকমিটির পিতর মুক্তা বাড়ৈ, ডেনি পান্ডে সহ আরো অনেকে।
Leave a Reply