1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

পাইকগাছায় বিএনপির নেতা এনামুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; ফুলেল সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ২৩ নভেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

এ খবর ছড়িয়ে পড়তেই উপজেলায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে থাকে। এদিকে সোমবার(২৪ নভেম্বর) বিকেলে উপজেলার প্রবেশদ্বার কাসিমনগর শাপলা চত্বর থেকে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে এনামুল হককে উপজেলা সদরে নিয়ে আসেন। দীর্ঘ এই শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে বিপুল সংখ্যক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন— “তিনি তো মন্ত্রী-এমপি নন, তবে এত লোক কেন রাজপথে?”

স্থানীয়ভাবে এনামুল হককে বহুদিন ধরেই ‘দুঃসময়ের সাথী’, ‘বিপদের বন্ধু’, ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে বর্ণনা করা হয়। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীসহ সাধারণ মানুষ রাজপথে কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে প্রত্যাহারের সিদ্ধান্তে নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট