1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ রাশিয়া-ইউক্রেন গোপন বৈঠক আয়োজন করল যুক্তরাষ্ট্র পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ৭ কর্মকর্তা পুড়ল কড়াইল বস্তি: ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে পাইকগাছার কাশিমনগর হাটে প্রায় ৩ কোটি টাকায় নির্মিত গ্রামীণ বাজার ভবন হস্তান্তর সুন্দরবন থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা চিতলমারী বাজার কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী সোয়েবের ইশতেহার চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০৫০ কৃষককে বিনামূল্যে ধান বীজ প্রদান খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য

খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

এসডিএফ ও আরইএলআই প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারদের কর্মশালা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এমইএল এন্ড এমএসআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল হক।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এসডিএফ যশোর আঞ্চলিক পরিচালক মোঃ কামাল বাশার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ কায়মুন আক্তার মুনা।

খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজা খাতুন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, ডাঃ সৈয়দা রুখশানা পারভীন, ডাঃ তরুন কান্তি দাশ ও মোঃ জোবায়ের হোসেন সহ এই প্রকল্পের উপকারভোগী নারী এবং পুরুষরা।

এসময় বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের পাশাপাশি এসডিএফ মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচীকে মানবিক ও সময়োপযোগি বলে আখ্যায়িত করেন। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান, গ্রামীন অবকাঠামো নির্মাণসহ বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট