1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাঁচ পদে এগার প্রার্থী.চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা তুঙ্গে চিতলমারীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা বেনাপোলে ভারতীয় পন্যসহ দুই চোরাচালানী আটক খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু পাইকগাছায় তারুণ্যের উৎসব: পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মো: আতিকুস সামাদ খুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বুধবার খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’। এ উপলক্ষ্যে খুলনা জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে সঠিক মান বজায় রাখতে হবে। একটি সফল প্রাণিসম্পদ সেক্টর গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষিত করতে হবে। ক্ষুদ্র খামারি উদ্যোক্তদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলেই বিষমুক্ত খাবার জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম জাকির হোসেন, খুলনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: আব্দুর রহিম ও খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: শরিফুল ইসলাম। খামারিদের পক্ষে বক্তৃতা করেন পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন ও মোঃ তোফাজ্জেল হোসেন তুষার। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। ৪০টি স্টলে দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল ও অন্যান্য প্রদর্শনযোগ্য প্রাণী, টিকা-ওষুধ-খাদ্যসহ প্রয়োজনীয় প্রযুক্তি, প্রাণিজাত পণ্য, উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি ও বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শিত হয়। সপ্তাহ উপলক্ষ্যে জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল ২৭ নভেম্বর দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জোড়াগেটস্থ পশুর হাটের মাঠে বিনামূল্যে হাঁস-মুরগির টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পালন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট