1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পাঁচ পদে এগার প্রার্থী.চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা তুঙ্গে চিতলমারীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা বেনাপোলে ভারতীয় পন্যসহ দুই চোরাচালানী আটক খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু পাইকগাছায় তারুণ্যের উৎসব: পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মো: আতিকুস সামাদ খুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তুহিন শুভ্র গোলদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মৌখিকভাবে বলেও কোন প্রতিকার না পাওয়ায় ওই শিক্ষার্থী গেল ১৬ নভেম্বর শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দিলেও, বহাল তবিয়াতে রয়েছে অভিযুক্ত শিক্ষক তুহিন শুভ্র গোলদার। উপরন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগকারী শিক্ষার্থীর বাবা জানিয়েছেন। এদিকে লিখিত অভিযোগের প্রায় ১০ দিন পরে বুধবার (২৬ নভেম্বর) এ বিষয়ের তদন্তের জন্য ওই শিক্ষার্থী ও তার পরিবার এবং অভিযুক্ত শিক্ষকদের ডেকেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তবে শিক্ষক তুহিন শুভ্র গোলদার নিজেকে নির্দোষ দাবি করেছেন।
দশম শ্রেণীর ওই শিক্ষার্থীর নিজ হাতে লেখা অভিযোগপত্রে জানা গেছে, তাদের ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কম। মাঝে মধ্যে সে একা থাকায় শিক্ষক তুহিন শুভ্র গোলদার তার সাথে অশ্লীল ও নোরাং আচরণ করেন। গত ১৪ আগস্ট তার ব্যবসা শিক্ষা বিভাগের ৪৫ মিনিটের ক্লাস চলছিল। ওই দিন সে ক্লাসে একা থাকায় শিক্ষক তুহিন শুভ্র গোলদার তার সাথে জোর করে ধস্তাধস্তি করেন। তখন সে ক্লাস থেকে বেরিয়ে কমন রুমে গিয়ে কান্না করতে থাকে। এ সময় তার এক সহপাঠি সব কিছু শুনে অপর সহকারি শিক্ষক রওশনারার কাছে বিষয়টি খুলে বলে। বিষয়টি শুনে ওই শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ ও ইসলাম ধর্মীয় শিক্ষক আশ্রাফুজ্জামানকে জানান। শিক্ষকেরা বিষয়টি চেপে যাওয়ার জন্য শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করেন। তার কিছুদিন পর শিক্ষকরা ছাত্রীটির কাছে লিখিত অভিযোগপত্র চায়। দুইদিন পর ওই শিক্ষার্থী ৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ দেয়। ২ নভেম্বর শিক্ষার্থীর বাবা স্কুলে গেলে প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষক অভিযোগপত্রের কথা অস্বীকার করেন। তার বাবা মোবাইলের ফোন রেকডের্র মাধ্যমে তার করা লিখিত অভিযোগটি উদ্ধার করেন। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা পুনরায় ১৬ নভেম্বর চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শিক্ষক তুহিন শুভ্র গোলদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় সাংবাদিকদের জানান, শিক্ষক তুহিন শুভ্র গোলদার তার বাবার মতো। দিনের পর দিন যৌন হয়রানি সহ্য করতে না পেরে সে অভিযোগ করেছে। সে সুবিচার চায়। যাতে আর কোন শিক্ষার্থী এরকম পরিস্থিতির সম্মূখিন না হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ৩টায় শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, ‘নোটিশের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান আমাদের ডেকেছেন। আমরা সকাল ১১ টায় স্বপরিবারে এসে দুপুর ৩টা পর্যন্ত অফিসের বারান্দায় বসেছিলাম। দফায় দফায় তিনি আমাদের কথা শুনেছেন। আমি আমার মেয়ের যৌন হয়রানীর বিচার চাই।’
চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তুহিন শুভ্র গোলদার জানান, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসিয়ে একটি চক্র অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে।
চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ জানান, তারা বিষয়টি ধামাচাপা নয়, মিমাংশার চেষ্টা করেছেন।
চিতলমারী উপজেলা মাধ্যমিক ও তদন্তকারী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত নির্দেশে বিষয়টির প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত হবে। তদন্ত শেষে আপনাদের বিস্তারিত জানানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি স্পর্শকাতর। তাই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রির্পোট হাতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট