1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

বিপিএলে ৬ দল নিশ্চিত, নিলামে ২৫০ বিদেশি ক্রিকেটার নির্বাচিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নিলাম, যেখানে ৬ দল অংশগ্রহণ করবে। বিসিবি বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে, ষষ্ঠ দল হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, নিলামে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। এসব প্রার্থীর মধ্যে ২৫০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।

তিনি বলেন, নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বনিম্ন ১ জন ও সর্বোচ্চ ২ জন বিদেশি ক্রিকেটার সরাসরি সাইনিংয়ের মাধ্যমে দলে নিতে পারবে। নিলাম থেকে অন্তত ২ জন বিদেশিকে নিতে হবে। দেশে ক্রিকেটারদের ক্ষেত্রেও সর্বোচ্চ ২ জনকে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ থাকবে। একাদশে সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবে।

আগামী বিপিএল ১৯ ডিসেম্বর শুরু হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। শুরুর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় উদ্‌বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

গত বছর আর্থিক সমস্যার কারণে বিপিএল সমালোচনার মুখে পড়েছিল। এ সমস্যার পুনরাবৃত্তি রোধ করতে এবারের আসরে সব ফ্র্যাঞ্চাইজিকে আর্থিক গ্যারান্টি নিশ্চিত করতে হয়েছে। মিঠু জানিয়েছেন, দলের কোনো ইরেগুলারিটি দেখা গেলে বিসিবি যে কোন সময় দলে টেকওভার করতে প্রস্তুত। আর্থিক নিশ্চয়তা ছাড়া কেউ মাঠে নামতে পারবে না।

ফ্র্যাঞ্চাইজিরা প্রতিটি দলের জন্য ১২ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। তবে সরাসরি বলা হয়নি কয়টি দলের কাছ থেকে পুরো অর্থ প্রাপ্ত হয়েছে। মিঠু জানিয়েছেন, “৪টি দলের কাছ থেকে সব ঠিক আছে। অডিট ফার্মের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। চেক বাউন্স করলে বা টাকা না দিলে বিপিএল পিছিয়ে দেওয়া হবে। ব্যাংক গ্যারান্টি ছাড়া কোনো দল খেলতে পারবে না।

এবার নোয়াখালী এক্সপ্রেস নতুন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিপিএলে স্থান পাচ্ছে। স্থানীয় খেলোয়াড়দের বিষয়টিও বিবেচনা করা হয়েছে। এতে করে পাঁচ existing দল ও নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে ম্যাচ ফিক্সিং বা আর্থিক অনিয়মের ক্ষেত্রে বিসিবি তৎপর থাকবে।

আইএমজি প্রতিষ্ঠান তিন বছরের জন্য বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছিল। যদিও এবারের বিপিএলে সরাসরি তাদের সঙ্গে কাজ হবে না। মিঠু জানিয়েছেন, শিগগিরই আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি কার্যকর হবে। এবারের বিপিএল জন্য খণ্ডকালীন চুক্তি নেওয়ার পরিকল্পনা বাতিল হয়েছে।

মাঠের নিলাম প্রক্রিয়া, বিদেশি ও দেশি ক্রিকেটার বাছাই, এবং ব্যাংক গ্যারান্টি যাচাইসহ সব প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এছাড়া, যেকোনো খেলোয়াড় রেড মার্ক বা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থাকলে বিসিবি তার প্রতি নজর রাখবে। মিঠু বলেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে। আমাদের কাছে সম্পূর্ণ তালিকা নেই, তবে বিষয়টি ক্রিটিক্যাল।

বিপিএল ২০২৫ আয়োজনকে আরও শক্তিশালী করতে বিসিবি নিশ্চিত করেছে, সব দল ও খেলোয়াড়ের আর্থিক ও প্রশাসনিক বিষয় সম্পূর্ণভাবে নিয়মের মধ্যে থাকবে। দেশের ক্রিকেটপ্রেমীরা এবারও উত্তেজনা এবং মানসম্পন্ন ক্রিকেট প্রত্যাশা করতে পারবে।

এবারের বিপিএলে ৬ দল, ২৫০ বিদেশি ক্রিকেটার, কঠোর আর্থিক গ্যারান্টি, এবং স্বচ্ছ নিলামের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরও নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ার দিকে এগোচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট