1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কারাগারে বন্দী চিতলমারীর ব্যবসায়ী মিজানুরের মৃত্যু যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন আমি সুযোগ পেলে অবহেলিত দাকোপের উন্নয়ন করে বঞ্চনার অবসান ঘটাবো- আমির এজাজ খান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিদায় সংবর্ধনা মিস ইউনিভার্সসহ মালিক জাকাপংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিপিএলে ৬ দল নিশ্চিত, নিলামে ২৫০ বিদেশি ক্রিকেটার নির্বাচিত হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৩ ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের মৃত্যুর খবর অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা ভিডিও প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশের ২২তম জি আই পণ্য ও যশোরের ঐতিহ্যের স্মারক, খাঁটি খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার যশোর জেলার অভয়নগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুক।

অনুষ্ঠানে রেক্টর বলেন, যশোরের খেজুর গুড় আমাদের ঐতিহ্যের অংশ। দেশ-বিদেশেও এর সুনাম রয়েছে। বর্তমানে গাছিদেরকে স্বাস্থ্য সম্মতভাবে গুড় উৎপাদন ও সংরক্ষণের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গুড় গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের পরিক্রমায় এ ঐতিহ্য বিলুপ্তির পথে। ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছ লাগানোর প্রতি সবাইকে উৎসাহিত করতে হবে। গুড় তৈরির কার্যক্রম চলমান রাখার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গাছিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার পাঁচ লাখের মতো খেজুর গাছ রয়েছে। এ সকল গাছ থেকে গত বছর তিন হাজার পাঁচশত মেট্রিক টন গুড় উৎপাদন হয়েছে। এ থেকে পাঁচশত মেট্রিক টন বিদেশে রপ্তানি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ২০জন গাছির মাঝে খেজুর গাছ কাটার গাছিদা বিতরণ করেন। পরে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কর্মকর্তাদের সাথে ‘প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়ন’ বিষয়ে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট